০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিদেশ পাঠানোর ফাঁদে কোটি টাকার প্রতারণা, কুমিল্লায় মানব পাচারকারী নুর আলম আটক কুমিল্লার দেবিদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা কুমিল্লা মুরাদনগর বাজারে আবারও চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা কুমিল্লার হোমনার মেয়র হারুন মিয়া চির নিন্দ্রায় শায়িত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ কুমিল্লার এএফসি হেল্থ লিমিটেড হাসপাতাল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ব্রাহ্মণপাড়া থানায় নতুন ওসি মোঃ সাজেদুল ইসলাম কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে ৩৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার কুমিল্লার দেবিদ্বারে অস্ত্র ও মালামালসহ আন্তঃজেলার ১৪ ডাকাত গ্রেফতার

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

  • তারিখ : ০৫:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 93

জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে সীমান্ত রক্ষী বাহিনী।

বিজিবি সূত্র জানায়, ১০ বিজিবি নিয়মিত দায়িত্ব পালন ছাড়াও আন্তঃসীমান্ত অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে গঙ্গানুর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩৩ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি এবং ৫৭ পিস থ্রি-পিস। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ২৮ লাখ ৮৩ হাজার টাকা।

বিজিবি’র দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, আটককৃত চোরাচালানী পণ্যসমূহ পরবর্তীতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা করা হবে।

error: Content is protected !!

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

তারিখ : ০৫:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে সীমান্ত রক্ষী বাহিনী।

বিজিবি সূত্র জানায়, ১০ বিজিবি নিয়মিত দায়িত্ব পালন ছাড়াও আন্তঃসীমান্ত অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে গঙ্গানুর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩৩ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি এবং ৫৭ পিস থ্রি-পিস। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ২৮ লাখ ৮৩ হাজার টাকা।

বিজিবি’র দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, আটককৃত চোরাচালানী পণ্যসমূহ পরবর্তীতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা করা হবে।