গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি :
‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শনিবার (২০ মে) থেকে শুরু হতে যাচ্ছে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এ পরীক্ষা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শেষ করেছে তাদের সর্বশেষ প্রস্তুতি।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সহ মোট দশটি কেন্দ্রে ৩ ইউনিটে মোট ১৯ হাজার ৭৯৯ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে বি ইউনিটে পরীক্ষা দিবেন ৬ হাজার ৯৬২ শিক্ষার্থী।
২০ মে (শনিবার) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, আমরা ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। অতীতের মত এবারও আমাদের কেন্দ্রে কোন প্রকার সমস্যা ছাড়াই ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ করতে পারবো বলে আশাবাদী। ভর্তি পরীক্ষার মত একটি কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের একটি সুনাম রয়েছে। আশা করি পরীক্ষার্থীরা অতীতের মত এবারও নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ১০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস (বার্ড সংলগ্ন),ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, কুমিল্লা সেনানিবাস(বার্ড সংলগ্ন), সরকারী টিচার্স ট্রেনিং কলেজ (বি এড কলেজ) কোটবাড়ী, কুমিল্লা, গভ: ল্যাবরেটরী হাই স্কুল, কোটবাড়ী,শালবন মাধ্যমিক বিদ্যালয়, ক্যাডেট কলেজ সংলগ্ন কোটবাড়ী, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), কোটবাড়ী,কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ, শাকতলা, কুমিল্লা, বার্ড হাইস্কুল, কোটবাড়ী, কুমিল্লা,বর্ডার গার্ড পাবলিক স্কুল, বিজিবি সেক্টর সদর দপ্তর, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page