চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার দাখিল পরীক্ষায় শতভাগ পাশ

মনোয়ার হোসেন।।
সারাদেশে সদ্য ঘোষিত হয়েছে এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষাবোর্ডের ২০২৪ সালের ফলাফল।

তারই ধারাবাহিকতায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাদরাসা গুলোর মধ্যে অভাবনীয় সাফল্য দেখিয়েছে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসা। ২০২৪ সালে দাখিল পরীক্ষায় শতভাগ পাশ করেছে এ মাদ্রাসার শিক্ষার্থীরা। এ মাদরাসা থেকে ৩১ জন দাখিল পরীক্ষা দিয়ে সবাই সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬ জন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বরাবরই বিপুল সংখ্যক এ প্লাসসহ শতভাগ পাস করে আসছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই ফলাফল প্রতিষ্ঠানের সুশৃঙ্খল নিয়মানুবর্তিতা ও শিক্ষকদের আন্তরিকতার প্রতিফলন বলে মনে করেন মাদরাসা কর্তৃপক্ষ।

বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরী বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ পরিশ্রম, মানসম্মত পাঠদানের কারণে আজকের এই সফলতা। প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে শতভাগ পাস ও বরাবরই এ প্লাস পেয়ে সুনাম ও সু-খ্যাতি অর্জন করছে। আগামীতেও এমন ফলাফল অর্জনের চেষ্টা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, উপজেলায় ৪৮টি মাদরাসায় দাখিলে মোট পরীক্ষার্থী ছিল ১৯৩৪ জন। এরমধ্যে পাশ করেছে ১৮৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন। পাশের হার ৯৫.৪৫ ভাগ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

You cannot copy content of this page