বরুড়া প্রতিনিধিঃ
বরুড়ায় হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে এস কিউ ফাউন্ডেশনের উদ্যোগে বরুড়া উপজেলার ৮৪ টি পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস কিউ গ্রুপের সচিব তোফায়েল আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান বাহাদুর, পূজা উৎযাপন কমিটির সভাপতি ডাঃ তপণ ভৌমিক সাধারণ সম্পাদক তপণ কৃঞ্চ বণিক সহ ৮৪ টি পূজা মন্ডপের সকল গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন এস কিউ গ্রুপের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম বরুড়ার কৃতি সন্তান, করোনায় বরুড়ার সাধারণ মানুষের পাশে থেকেছেন, তিনি বরুড়ার সকল পর্যায়ে বরুড়াবাসীর পাশে থেকে সকল কাজের সহযাত্রী হয়ে থাকেন। এসময় বক্তারা আরো বলেন উঠতি বয়সের ছেলেরা যাতে সরকারি আইন মেনে পূজা পালন করেন।