নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ব কোরপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার রাতে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়।
এসময় অজ্ঞাত চোরেরা স্কুলের অফিস কক্ষ থেকে আলমারি ও অন্যান্য ড্রয়ারের লকার ভেঙ্গে নগদ অর্থ ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।
বিগত সময়েও এই প্রতিষ্টান থেকে মালামাল চুরি হলেও থানায় অভিযোগের পরও সেটাও উদ্ধার হয়নি।
স্কুল সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই পুরাতন পোষ্ট অফিস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে পূর্ব কোরপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়টির অবস্থান।
স্কুলটিতে কোন নৈশ প্রহরী নেই। অরক্ষিত এই স্কুলটিতে হানা দিয়ে নীচতলার ৪টি শ্রেনী কক্ষসহ অফিস কক্ষের লক কেটে গত ১ মার্চ বুধবার চোরেরা ৪টি কেবিনেট ড্রয়ার,৪ টি টেবিলের ড্রয়ার ও একটি ষ্টিলের আলমারী ভেঙ্গে মুল্যবান কাগজ-পত্র ও ৬ হাজার টাকা নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
উল্লেখ্য,২০২১ সালের ২১ মার্চ অজ্ঞাত চোরেরা এই প্রতিষ্ঠানে হানা দিয়ে একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে থানায় জিডি করলেও গত দু’বছরেও ল্যাপটপটি উদ্ধার হয়নি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফ সত্যতা স্বীকার করে জানান, ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। তবে এখনো থানায় বিষয়টি অবহিত করা হয়নি।
আরো দেখুন:You cannot copy content of this page