মোঃ জহিরুল হক বাবু।।
আন্তঃজেলা মোবাইল টাওয়ারের ব্যটারী চোর চক্রের দুই সদস্য জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক। সঙ্ঘবদ্ধ এ চক্র দীর্ঘদিন ধরেই বিভিন্ন উপজেলার মোবাইল টাওয়ার থেকে দামী ব্যাটারী চুরি করতো বলে পুলিশ জানায়।
সোমবার গভীর রাতে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর এলাকায় একটি টাওয়ারের ব্যটারী চুরির সময় স্থানীয়দের সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শ পরিমল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাদের আটক করে।
আটকতৃরা হলো- হোমনা উপজেলার লাটিয়া গ্রামের সানাউল্লাহ (২৫) ও সুমন (২৫)। আটককৃতদের কাছ থেকে একটি ডাবলডেকার গাড়ি জব্দ করা হয়।