বুড়িচংয়ে রাতের আধাঁরে বশত ঘরে আগুন; কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামে রাতে আধারে প্রতিপক্ষের বশত ঘরে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আগুনে একটি বশতঘর ও ঘরে থাকা আসবাপত্র, মালামাল ভষ্মিভূত হয়। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভূক্তভূগি গিয়াস উদ্দিন ভূইয়া বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের মোঃ গিয়াস উদ্দিন ভূইয়ার সাথে জাগয়া নিয়ে একই এলাকার আতাউর রহমান, মোঃ সাকিব, গোলাম মোস্তাফা, মোঃ রাকিব এর বিরোধ চলে আসছিলো।
গিয়াস উদ্দিন পরিবার নিয়ে ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করে আসছে। এ সুযোগে ইতিপূর্বে প্রতিপক্ষের লোকজন জোর পূর্বক ওই জায়গায় প্রবেশ করে একটি টিনসেট ঘর ভেঙ্গে ফেলে ও ঘরের আশেপাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলে।

গিয়াস উদ্দিন ভূইয়া বলেন, আমি বাড়ীতে না থাকায় বুধবার রাতের আধাঁরে প্রতিপক্ষের লোকজন আমার বশত ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এতে আমার মালামালসহ ঘরটি পুড়ে গেছে। এ ঘটনায় গিয়াস উদ্দিন বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজিব চৌধূরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page