মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা এর নের্তৃত্বে উপজেলার শশীদল রেলস্টেশনে এই টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৩ লক্ষ টাকা। প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা এর নের্তৃত্বে শশীদল রেলস্টেশনে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভারত থেকে অবৈধভাবে পাচার হওয়া বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৩ লক্ষ টাকা। অভিযানে শশীদল বিজিবি সদস্যরা সহযোগীতা করেন। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানা যায়।