মোঃ বাছির উদ্দিন।।
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়। উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা উম্মে তামিমা মুন্নী, তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্য মো. আলতাফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থাপিত উদ্ভাবিত প্রযুক্তি স্টল পরিদর্শন করেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে স্কুল পর্যায়ে বাগড়া মাধ্যমিক বিদ্যালয়, চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়, মাধবপুর উচ্চ বিদ্যালয়, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুল, ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়, দুলালপুর সুরুজ মিয়া এন্ড খাতুন উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ, চান্দলা কে বি হাইস্কুল এন্ড কলেজ, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেছেন।
এছাড়া তারুণ্যের উৎসব উপলক্ষে মেলায় যুব উদোক্তাদের পণ্য প্রদর্শনী, স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা তথ্য কেন্দ্রের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান অনুরাগী শিক্ষার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম বলেন, এবারের বিজ্ঞান মেলায় উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা এবং তাদের সৃজনশীলতার যে প্রকাশ দেখেছি তা আমাদের মুগ্ধ করেছে। প্রতিটি প্রদর্শনী প্রশংসার দাবি রাখে। এ ধারা অব্যাহত থাকলে জ্ঞান বিজ্ঞানে ব্রাহ্মণপাড়া তথা সারা দেশ এগিয়ে যাবে।
আরো দেখুন:You cannot copy content of this page