মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ” ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইঁয়া দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়” হাফেজ ছাত্রদের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা মিলনায়তনে ৪ জন হাফেজ ও ১২ জন ছাত্র সবক গ্রহন করেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইঁয়া এর সার্বিক তত্ত্বাবধানে ও মাদ্রাসার সভাপতি মোঃ সেলিম মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর দরবার শরীফের পীর অধ্যক্ষ মুফতি নাঈমুর রহমান।
হাফেজ ছাত্ররা হলেন- হাফেজ মোঃ ইনসানুল ইসলাম, হাফেজ মোঃ নিহাদুল ইসলাম, হাফেজ মোঃ আবু সাঈদ ও হাফেজ মোঃ সিফাতুজ্জামান। অনুষ্ঠানে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা পারভেজ আহাম্মদ, দুলাল সরকার, আব্বাস খান, হাজী ফরিদ উদ্দিন, সাত্তার মেম্বার, মোহাম্মদ আলী ভূইয়া, সোবহান খলিফা, ফুল মিয়া, ওমর সানিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে হাফেজ ছাত্রদের সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন দৌলতপুর দরবার শরীফের পীর অধ্যক্ষ মুফতি নাঈমুর রহমান।
আরো দেখুন:You cannot copy content of this page