মুরাদনগরে ব্যবসায়ীর উদ্যোগে ১১’শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক ব্যবসায়ীর নিজ উদ্যোগে ১ হাজার টাকা করে ১১’শ অসহায় ও দরিদ্র পরিবারদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার কামাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খাঁনের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান আবুল আয়েছ খাঁন (সিআইপি) তার নিজস্ব অর্থায়নে কামাল্লাস্থ নিজ বাড়িতে এ অর্থ বিতরণ করা হয়।

এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আরম্ভ হওয়ার পর থেকে গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের সংসার চালাতে কষ্ট হচ্ছে। আমি প্রথম থেকেই এসব সাধারণ মানুষের পাশে থেকে আমার সাধ্যমত সহযোগীতা করছি। এই উপজেলার ২২টি ইউনিয়নে আমার নগদ অর্থ বিতরণ করার পরিকল্পনা রয়েছে। তার ধারাবাহিকতায় আজ ৯নং কামাল্লা ইউনিয়নে নগদ অর্থ বিতরণ করলাম।

এসময় উপস্থিত ছিলেন কামাল্লা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফিরোজ খাঁন, নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল বাশার খাঁন, কামাল উদ্দিন মেম্বার, ইকরামুল হাসান মনির, সুধন মিয়া, তাঁরা মিয়া, নুরুল ইসলাম মুন্সী, কামাল উদ্দিন চৌধুরী, জালাল উদ্দিন, মোহাম্মদ হোসেন, কামরুজ্জামান সরকার প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page