মোদি আসছেন, নিশ্চিত করলো ভারত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ ঢাকা সফরের সূচি চূড়ান্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন,পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।এছাড়াও নরেন্দ্র মোদীর বেলজিয়াম সফর স্থগিত হওয়ার কথাও জানানো হয়েছে।ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১৩ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাওয়ার কথা ছিল মোদীর।এই সফর স্থগিতের জন্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভয়াবহ হয়ে ওঠা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে দায়ী করেছে দিল্লি।মুজিববর্ষের অনুষ্ঠানে অতিথি হিসেবে মোদীর বাংলাদেশ সফরের আগে গত ২ মার্চ ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।এর আগে,গত বছরের অক্টোবরে ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুজিববর্ষের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page