শাহরাস্তিতে অলংকার তৈরির কারখানায় দুর্ধর্ষ চুরির ঘটনায়” দুই চোর আটক

মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তিতে স্বর্ণের অলংকার কারখানায় চুরির ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ মে ২০২৫) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২মে ২০২৫) মধ্যরাতে টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজারে মক্কা জুয়েলার্সের অলংকার তৈরির কারখানার টিনের চাল কেটে চোর ভেতরে প্রবেশ করে কারখানার ড্রয়ারে রক্ষিত ২৫ ভরি ১২ আনা স্বর্ণ ও নগদ ৭৫ হাজার টাকা চুরি করে। এ ঘটনায় পরদিন সকালে পুলিশ অভিযান চালিয়ে ১ ভরি সাড়ে ৩ আনা স্বর্ণসহ ওই গ্রামের স্বর্ণকার পাড়ার হানিফের ছেলে মেহেরাজকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে ওই দিন বিকেলে ১৩ ভরি তিন আনা স্বর্ণসহ পার্শ্ববর্তী পরানপুর গ্রামের মুন্সি বাড়ির মৃত ছাফর আলীর ছেলে মো. সালাউদ্দিন (২৮)কে গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, অভিযোগের ভিত্তিতে আমরা মেহেরাজকে আটক করি। সে জিজ্ঞাসাবাদে এই ঘটনায় তিন জন জড়িত থাকার কথা স্বীকার করে এবং দুই সহযোগী স্বর্ণ নিয়ে ঢাকায় চলে যায় বলে জানায়। বিকেলে ডিএমপির মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপর আসামী সালাউদ্দিনকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে ১৪ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) খায়রুল কবির বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে শাহরাস্তি থেকে মেহরাজ নামে একজন আসমিকে আটক করে তার কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয় এবং তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার মোহাম্মদপুর থেকে আরো একজন আসামিকে আটক করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page