০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকির ঘটনার প্রতিবাদ সমাবেশ বিএনপির ৩১ দফা ও কুমিল্লা উন্নয়ন ভাবনা লিফলেট বিতরণ করলেন হাজী ইয়াছিন কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে নগরীর সকল মসজিদে দোয়া-মিলাদ চৌদ্দগ্রামে মেসার্স মা ব্রিক্স ফের চালু করতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ভুমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফয়জুন্নেসা হলে ফাটল, খসে পড়েছে আস্তরণ কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড

শাহরাস্তিতে আগুনে পুড়ে ছাই ৪ দোকান, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

  • তারিখ : ০৩:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 97

মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার সাহেব বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে চারটি দোকান। শুক্রবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ লাখ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে সাহেব বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কাপড় ব্যবসায়ী সুজন। তিনি জানান, তার দোকানে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিল যা আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কিস্তিতে ব্যবসা পরিচালনা করতেন জানিয়ে সুজন বলেন, “আমি নিঃস্ব হয়ে গেছি। সরকার যদি সহায়তা করে, তাহলে আবার দাঁড়াতে পারব।”

এছাড়া মিষ্টির দোকান ‘মিম সুইটস’-এর মালিক মোস্তাকিম জানান, তার দোকানে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। মুদি দোকানদার গোলাম মোস্তফা ভূঁইয়ার প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। আরেক ব্যবসায়ী মোহাম্মদ ইমরানও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে এখনো তিনি ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেননি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

error: Content is protected !!

শাহরাস্তিতে আগুনে পুড়ে ছাই ৪ দোকান, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

তারিখ : ০৩:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার সাহেব বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে চারটি দোকান। শুক্রবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ লাখ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে সাহেব বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কাপড় ব্যবসায়ী সুজন। তিনি জানান, তার দোকানে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিল যা আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কিস্তিতে ব্যবসা পরিচালনা করতেন জানিয়ে সুজন বলেন, “আমি নিঃস্ব হয়ে গেছি। সরকার যদি সহায়তা করে, তাহলে আবার দাঁড়াতে পারব।”

এছাড়া মিষ্টির দোকান ‘মিম সুইটস’-এর মালিক মোস্তাকিম জানান, তার দোকানে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। মুদি দোকানদার গোলাম মোস্তফা ভূঁইয়ার প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। আরেক ব্যবসায়ী মোহাম্মদ ইমরানও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে এখনো তিনি ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেননি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।