শাহরাস্তিতে চলন্ত ট্রেন থেকে পড়ে শিক্ষার্থীর পা বিচ্ছিন্ন

মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের রেলস্টেশনে ট্রেন থেকে পড়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (১৭ মে ২০২৫) বিকেলে চাঁদপুর থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেন মেহের রেলস্টেশনে পৌঁছার সময় চলন্ত অবস্থায় উপলতা গ্রামের জহির উদ্দিনের ছেলে সাগর (১৭) স্লিপ খেয়ে নিচে পড়ে যায়।

ট্রেনটি স্টেশনে থামার আগ মুহূর্ত পর্যন্ত সাগরিকা ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে সে আটকে থাকে। ট্রেনটি থামার পর উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা গেছে, সাগর তার বন্ধুদের নিয়ে চাঁদপুরে ঘুরতে গিয়েছিল। দুর্ঘটনার সাথে সাথে তার বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে চলে যায়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার মোঃ রফিকুল ইসলাম।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page