শাহরাস্তি উপজেলা সদর সমাজ কল্যাণ সোসাইটির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা সদর সমাজ কল্যাণ সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলা রোববার (৪ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।

সোসাইটির সভাপতি মোঃ তাজুল ইসলাম সুমনের সভাপতিত্বে সহ-সভাপতি ইঞ্জিঃ সোহাগ মজুমদার ও অর্থ সম্পাদক মো. কামাল হোসেনের সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, সোসাইটির উপদেষ্টা মো. ফারুক হোসেন মিয়াজী, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজল, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো. ওসমান গনি, উপদেষ্টা দীপক বর্দ্ধন, মো. সাইফুল করিম মিনার এবং সাধারণ সম্পাদক ইঞ্জি. মজিবুর রহমান রাজীব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির সদস্য মুফতি সলিমুল্লাহ, আমীমুল এহসান হৃদয়, মো. আঃ করিম মজুমদার, সাবেক কাউন্সিলর ছফি উল্যাহ মিয়াজী, মিজানুর রহমান প্রমুখ।

প্রতিষ্ঠার পর থেকে সমাজ কল্যাণ সোসাইটি এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। ঈদ ও দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, প্রয়াত উপার্জনক্ষম ব্যক্তির পরিবারের আর্থিক সহায়তা, দুর্যোগে খাদ্যসামগ্রী সরবরাহ, শীতবস্ত্র বিতরণ, মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযানসহ নানা সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

উপজেলা প্রশাসনসহ আমন্ত্রিত অতিথিরা সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page