নিউজ ডেস্ক।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মানিক মিয়া (৭৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দৈনিক আজকের পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাংবাদিক আনোয়ারুল ইসলামের বাবা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা ও বিডিআরের সুবেদার (অবসরপ্রাপ্ত) ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জম্মার নামাজের পর দুলালপুর জামে মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।