সুবিধা বঞ্চিতদের মাঝে রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সার্ভিস প্রজেক্টের আওতায় ও সহযোগিতায় রোটার‍্যক্ট ও ইন্টার‍্যাক্ট ক্লাবের ভলান্টিয়ারিং সহযোগিতায় কুমিল্লা নগরীর অর্ধশত সুবিধাবঞ্চিত মানুষকে ঈদ এর উপহার হিসাবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

রবিবার বেলা ১১ টার দিকে কুমিল্লা সরকারি কলেজ মাঠে এ কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার চাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান ফারুক আহমেদ, রোটারিয়ান পিপি শাহ জাবেদুল হক সাগর, রোটারিয়ান পিপি আব্দুল মতিন, রোটারিয়ান পিপি মাহফুজুর রহমান বাবুল, বর্তমান বছরের সভাপতি রোটারিয়ান নুরুল আলম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আতাউল মাসুদ রাজিব, সহ সভাপতি রোটারিয়ান বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক রোটারিয়ান মফিজুল ইসলাম পাটোয়ারী, ডিরেক্টর রোটারিয়ান ফজলুল হক জয়, ডিরেক্টর ডা.সেলিম রেজা, চিফ সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান হুমায়ন ও সদস্য রোটারিয়ান রোজা খান।

সার্ভিস প্রজেক্টের আওতায় এ সময় রোটার‍্যাক্ট ক্লাব কুমিল্লা ভিক্টোরিয়ার রোটার‍্যাক্টরবৃন্দ এবং ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ইন্টার‍্যাক্টরবৃন্দ উপস্থিত ছিলো।

রোটার‍্যাক্ট ক্লাব কুমিল্লা ভিক্টোরিয়ার রোটার‍্যাক্টরবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন রোটার‍্যাক্টর পিপি সাইফ বাবু, সহ-সভাপতি রোটার‍্যাক্টর সাজ্জাদুল ইসলাম হৃদয় ও রোটার‍্যাক্টর ওমর ফারুক, সাধারণ সম্পাদক রোটার‍্যাক্টর তানভীর মিশু, সহ সাধারণ সম্পাদক রোটার‍্যাক্টর আবু ফয়েজ হৃদয়, সদস্যবৃন্দের মাঝে শাওন আহমেদ শান ও শাওন সূত্রধর এবং রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের পিপি রোটার‍্যাক্টর পিন্টু সরকার।

ইন্টার‍্যাক্ট ক্লাব কুমিল্লা ভিক্টোরিয়ার ইন্টার‍্যাক্টরদের মাঝে উপস্থিত ছিলেন ২০২০-২১ রোটাবর্ষের ৩২৮২ এর জেলা ইন্টার‍্যাক্ট প্রতিনিধি ইন্টার‍্যাক্টর শেখ শাদী, বর্তমান রোটাবর্ষের সভাপতি ইন্টার‍্যাক্টর রবিউল সানি, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ইন্টার‍্যাক্টর মেহেদী হোসাইন ইমন, পাস্ট প্রেসিডেন্ট ইন্টার‍্যাক্টর সালসাবিল নাফি, ইন্টার‍্যাক্টর হাসিবুল সাহারিয়া, ইন্টার‍্যাক্টর মেহেদী হাসান রিফাত, ইন্টার‍্যাক্টর মীর নাজিউর, ইন্টার‍্যাক্টর মাকিদুর সাইফি, ইন্টার‍্যাক্টর রাহুল চৌধুরী, ইন্টার‍্যাক্টর ফাহিম ও ইন্টার‍্যাক্টর আবির।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page