সোনিয়া আফরিন।।
পড়লে বই আলোকিত হই , না পড়লে বই অন্ধকারেই রই। এই শ্লোগানে হোমনা বড়কান্দা সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বার্ষিক সম্মেলন উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ২০২০-২০২২ সালের এসএসসি , এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত এবং হাফেজ মোট ১৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং ছোট শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিরতন করেন ।
শিক্ষার্থীরা হলেন,জেরিন আক্তার,তাহমিনা আক্তার,মুক্তা,তাহমিনা আক্তার,ফাহিম,সুমন আহমেদ,আলিফ রহমান,রাকিব হাসান,সাবিদ আহাম্মেদ,মোঃ হিমেল,নিলয়,ইনজামুল হক,রাসেল অপু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নুরুজ্জামান সহকারী প্রদান শিক্ষক,মোঃ বিল্লাল হোসেন সহকারী শিক্ষক, সুলতান মহিউদ্দিন রাসেল সহকারী শিক্ষক, মোঃ আব্দুল হালিম প্রভাষক, মোঃ রাজিব আহমেদ প্রভাষক, সাংবাদিক সোনিয়া আফরিন। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।