আলমগীর কবির।।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭জানুয়ারী) কুমিল্লা মহানগর শাখার উদ্যেগে নগরীর টাউন হল মিলনায়তনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি মুহাম্মদ ইকরামুল হক এর সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
প্রধান অতিথির বক্তব্যে রায়হান আলী বলেন, ইসলামী ছাত্র মজলিসের লক্ষ্য হচ্ছে আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে কোরআনের বিধান মোতাবেক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। উদ্দেশ্য হচ্ছে ইহকালিন কল্যাণ ও পরকালের মুক্তির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
তিনি আরও বলেন, ইসলামী ছাত্র মজলিস সহ অন্যান্য ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের পতন ঘটিয়েছে, এদেশ থেকে বিতারিত করেছে। যদি নতুন করে পুনরায় কোনো গোষ্ঠী চক্রান্ত করে, ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট সরকার এদেশে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।
মহানগর সেক্রেটারি মুজাহিদুল ইসলাম জিহাদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, সাবেক কুমিল্লা জেলা সভাপতি খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী, সাবেক নারায়ণগন্জ মহানগর সভাপতি, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল আমীন, সাবেক জেলা সভাপতি এসএম শহিদ উল্লাহ, কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান, সাবেক কুমিল্লা জেলা সভাপতি খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সহ সভাপতি মাওলানা আবদুল্লাহ আল আশরাফী, সাবেক কুমিল্লা জেলা সভাপতি মোঃ মিজানুর রহমান, সাবেক কুমিল্লা জেলা সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান, সাবেক কুমিল্লা জেলা সেক্রেটারি খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডাঃ যোবায়ের হোসাইন মিয়াজি, সাবেক কুমিল্লা জেলা সভাপতি ইসলামী যুব মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা ইলিয়াস বিন হাশেম, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা আমির হামজা, ইসলামী যুব মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম ফয়েজী, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সহ সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন শাহীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা অফিস সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস কুমিল্লা মহানগরীর সেক্রেটারী মাওলানা এবি এম এমদাদ উল্লাহ, ইসলামী যুব মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা আবু দাউদ,খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর অফিস সম্পাদক মাওলানা আবুল কাশেম, মাওলানা ইলিয়াস শরাফতি, মোঃ আব্দুর রশিদ, আব্দুল্লাহ আল মাহদী, তাহসিন উদ্দিন তাজবি, কাজী ইয়াসিন, বোরহান উদ্দিন, নাজমুস সাকিব, মারুফ চৌধুরী, হাবিবুর রহমান, ওমর ফারুক, মাহমুদুল ইসলাম দিহান প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page