কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শাহাদাত হোসেন (১৭) নামের এক কিশোরোর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লা নগরীর নগর উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার হোমিও কলেজের ডান পাশের বশু মিয়ার বাড়ির মো. শাহ আলম ভূইয়ার ছেলে।

নিহত শাহাদাৎ নগর উদ্যানের একটি রাইডের সাবেক কর্মচারী। রাইডের মালিক তাজুল ইসলাম জনি বলেন, সে বেশ কয়েকদিন আমার এখানে চাকরি করেছে। ১৫ দিন আগে আমার এখান থেকে চাকরি ছেড়েছে।

শুক্রবার বিকেলে সে নগর উদ্যানে ঘুরতে আসে। সেখানে আসলে স্থানীয় মফিজাবাদ কলোনির হাসিব ও রতন নামের দুজন ছেলে তাকে ডেকে নিয়ে যায়। কাস্টম অফিসের সামনে যাওয়ার সাথে সাথে তাকে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে। দুজন মিলে প্রকাশ্যে সবার সামনে তাকে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে উপস্থিত সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, শাহাদাৎকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার শরীরে একাধিক ধারালো অস্রের আঘাত আছে। অতিরিক্ত আঘাত আর রক্তক্ষরণে সে মারা যায়।

     আরো দেখুন:

পুরাতন খবর

You cannot copy content of this page