চৌদ্দগ্রামে পূর্ব কাশিপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব কাশিপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ও পূর্ব কাশিপুর যুব উন্নয়ন সংঘের বাস্তবায়নে চ্যারিটি ফান্ডের অর্থায়নে পূর্ব কাশিপুর হযরত ফাতেমা (রাঃ) মাদ্রাসা প্রাঙ্গনে ৫৬ টি হত-দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মাঝে ছিল ১কেজি গরুর মাংস, তেল, চাল, মসলা, পেয়াজ, সেমাই, চিনি, ইফতার সহ নিত্য প্রয়োজনীয় ঈদ সামগ্রী।

মঙ্গলবার (১১ মে) বিকেলে পূর্ব কাশিপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ও পূর্ব কাশিপুর যুব উন্নয়ন সংঘের সভাপতি ইন্জিনিয়ার এ.কে.এম. সালাহ উদ্দিনের সভাপতিত্বে পূর্ব কাশিপুর যুব উন্নয়ন সংঘের উপদেষ্টা ও উজিরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারিক।বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার।

এতে বক্তব্য রাখেন, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সর্দার, ভাটবাড়ী আইডিয়েল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম। উজিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ মিয়া, সমাজসেবক আব্দল ওয়াদুুদ, পূর্ব কাশিপুর যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম, পূর্ব কাশিপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সোলাইমান জুয়েল।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পূর্ব কাশিপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক। কুরআন তেলাওয়াত করেন আব্দুল বারী।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর প্রসন্ন একাডেমীর প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,পূর্ব কাশিপুর যুব উন্নয়ন সংঘের সিনিয়র সহ সভাপতি ও পূর্ব কাশিপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রভাবশালী সদস্য আশিকুর রহমান, পূর্ব কাশিপুর যুব উন্নয়ন সংঘের কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক নোমান, সমাজ সেবক মো: ইব্রাহিম, আব্দুল মতিন, আবুল কাসেম সর্দার, হারুনুর রশিদ, আলী নোয়াজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page