১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার গ্রেফতার চৌদ্দগ্রামে নির্যাতিত মটর শ্রমিক সংগঠনের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুমিল্লায় ৮ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, প্রধান আসামি গ্রেফতার কুমিল্লায় জামায়াতের সেমিনার: জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি কুমিল্লার বুড়িচংয়ে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লার বুড়িচংয়ে বিক্ষোভ মিছিল বুড়িচংয়ে জাতীয় কবি নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর- জামায়াত নেতা ড. মোবারক হোসাইন বিদেশ পাঠানোর ফাঁদে কোটি টাকার প্রতারণা, কুমিল্লায় মানব পাচারকারী নুর আলম আটক

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

  • তারিখ : ০৫:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 115

জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে সীমান্ত রক্ষী বাহিনী।

বিজিবি সূত্র জানায়, ১০ বিজিবি নিয়মিত দায়িত্ব পালন ছাড়াও আন্তঃসীমান্ত অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে গঙ্গানুর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩৩ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি এবং ৫৭ পিস থ্রি-পিস। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ২৮ লাখ ৮৩ হাজার টাকা।

বিজিবি’র দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, আটককৃত চোরাচালানী পণ্যসমূহ পরবর্তীতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা করা হবে।

error: Content is protected !!

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

তারিখ : ০৫:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে সীমান্ত রক্ষী বাহিনী।

বিজিবি সূত্র জানায়, ১০ বিজিবি নিয়মিত দায়িত্ব পালন ছাড়াও আন্তঃসীমান্ত অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে গঙ্গানুর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩৩ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি এবং ৫৭ পিস থ্রি-পিস। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ২৮ লাখ ৮৩ হাজার টাকা।

বিজিবি’র দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, আটককৃত চোরাচালানী পণ্যসমূহ পরবর্তীতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা করা হবে।