নেকবর হোসেন।।
কুমিল্লা দেবিদ্বারে গোমতী নদী থেকে আছমত আলী (৮৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
সোমবার দুপুর সাড়ে ১২টায় দেবিদ্বার পৌর এলাকার শিবনগর ব্রিজের নীচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত আছমত আলী উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের শাকতলা নয়াবাড়ির মৃত হামিদ আলীর ছেলে। তিনি ১ সপ্তাহ আগে পৌর এলাকার বালিবাড়ি গ্রামে তার মেয়ে রোশনা আক্তারের বাড়িতে বেড়াতে আসে। আজ সোমবার ফজরের সময় তিনি নিখোঁজ হন।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে শিবনগর ব্রিজের নীচে একটি লাশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ এসে নদী থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় নদী থেকে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে পার্শ্ববর্তী বালিবাড়ি এলাকা থেকে নিহতের ছেলেসহ স্বজনরা এসে লাশ সনাক্ত করেন।
নিহতের ছেলে হাফেজ ওবায়দুল্লাহ বলেন, আমার বাবা ১সপ্তাহ আগে আমার বোনের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে সোমবার ফজরের সময় তিনি নিখোঁজ হন। পরে শুনতে পাই প্রায় দুই কিলোমিটার দূরে গোমতী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। আমার বোনের বাড়ি গোমতী নদীর খুব কাছে। বাবা হয়তো ভোরে ফজরের আগে ওজু করতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে গেছেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, গোমতী নদীর শিবনগর ব্রিজের নীচে লাশ ভেসে আছে এমন সংবাদ পেয়ে ওসি তদন্ত শাহিনুর ইসলাম, এসআই কামরুল হাসানকে নিয়ে ঘটনাস্থল থেকে আছমত আলীর লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে পোস্টমর্টেমের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page