১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান দেবিদ্বারে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা হাজী ইয়াছিনের পক্ষে দিনব্যাপী অবস্থান কর্মসূচি; ১১তম দিনে দলীয় কার্যালয়ে অবস্থান বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী

কুমিল্লায় চেয়ারম্যান ছেলের ওপর হামলা; খবর শুনে বাবার মৃত্যু

  • তারিখ : ০৮:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • 50

নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল জলিলকে মারপিট করে আহত করার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে নাঙ্গলকোট উপজেলা পরিষদ থেকে বের হয়ে যাওয়ার সময় ১৫/২০ জন অজ্ঞাত যুবক এ হামলা চালায়।

এদিকে আব্দুল জলিলের ওপর দুর্বৃত্তদের হামলার খবরে তার বাবা আব্দুল মতিনের (৮০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ২টার দিকে চেয়ারম্যান আব্দুল জলিল নাঙ্গলকোট উপজেলা পরিষদ থেকে কাজ শেষ করে বের হওয়ার সময় অজ্ঞাতপরিচয় ১৫-২০ দুর্বৃত্ত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে কুমিল্লায় পাঠান। ছেলের ওপর এ হামলার খবর শুনে কাঁদতে-কাঁদতে আব্দুল মতিন হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান।

সোমবার বিকেল সাড়ে ৫টায় জানাজা শেষে আব্দুল মতিনকে উপজেলার কাশিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ ব্যাপারে বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘বাবা বয়স্ক মানুষ। আমি রবিবার দুপুরে বাড়ি ফেরার পথে ১৫-২০ জন সন্ত্রাসী হামলা চালায়। সোমবার সকালে বাবার কাছে দোয়া চাওয়ায় তিনি বিষয়টি জানতে পারেন।

পরে পরিবারের লোকজন উনাকে হামলার বিষয়টি জানালে কান্নাকাটি শুরু করেন। এক পর্যায়ে অসুস্থ হয়ে মারা যান। খুব অসুস্থতা নিয়ে বাবার জানাজায় এসেছি, আবার হাসপাতালে ফিরে যাব।’

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘হামলার বিষয়টি আমি লোক মুখে শুনেছি, তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!

কুমিল্লায় চেয়ারম্যান ছেলের ওপর হামলা; খবর শুনে বাবার মৃত্যু

তারিখ : ০৮:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল জলিলকে মারপিট করে আহত করার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে নাঙ্গলকোট উপজেলা পরিষদ থেকে বের হয়ে যাওয়ার সময় ১৫/২০ জন অজ্ঞাত যুবক এ হামলা চালায়।

এদিকে আব্দুল জলিলের ওপর দুর্বৃত্তদের হামলার খবরে তার বাবা আব্দুল মতিনের (৮০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ২টার দিকে চেয়ারম্যান আব্দুল জলিল নাঙ্গলকোট উপজেলা পরিষদ থেকে কাজ শেষ করে বের হওয়ার সময় অজ্ঞাতপরিচয় ১৫-২০ দুর্বৃত্ত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে কুমিল্লায় পাঠান। ছেলের ওপর এ হামলার খবর শুনে কাঁদতে-কাঁদতে আব্দুল মতিন হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান।

সোমবার বিকেল সাড়ে ৫টায় জানাজা শেষে আব্দুল মতিনকে উপজেলার কাশিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ ব্যাপারে বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘বাবা বয়স্ক মানুষ। আমি রবিবার দুপুরে বাড়ি ফেরার পথে ১৫-২০ জন সন্ত্রাসী হামলা চালায়। সোমবার সকালে বাবার কাছে দোয়া চাওয়ায় তিনি বিষয়টি জানতে পারেন।

পরে পরিবারের লোকজন উনাকে হামলার বিষয়টি জানালে কান্নাকাটি শুরু করেন। এক পর্যায়ে অসুস্থ হয়ে মারা যান। খুব অসুস্থতা নিয়ে বাবার জানাজায় এসেছি, আবার হাসপাতালে ফিরে যাব।’

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘হামলার বিষয়টি আমি লোক মুখে শুনেছি, তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।