০৮:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লায় চোর ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

  • তারিখ : ১২:০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • 47

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় চোরকে ধরতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবলের নাম মহিউদ্দিন। তিনি মুরাদনগর উপজেলার গাইটুলি এলাকার সাইদুর রহমানের ছেলে। তার বয়স আনুমানিক ৫৯।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ইলিয়াস বলেন, উপজেলার বারুর গ্রামে গণধোলাইয়ের শিকার এক চোরকে আনতে সহকর্মীদের সঙ্গে ওই গ্রামে যান মহিউদ্দিন। পরে চোরকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এই ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, মহিউদ্দিনের চাকরির মেয়াদ আর ছয় মাস ছিল। ছয় মাস পরে তার অবসরে যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মহিবুস সালাম খান বলেন, কনস্টেবল মহিউদ্দিন গণধোলাইয়ের শিকার এক চোরকে নিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। পরে চিকিৎসা শেষে ওই চোরকে থানায় নেওয়ার পথে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজিতে উঠতে গেলে চোর দৌঁড়ে পালিয়ে যায়। সে সময় তাকে ধরতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মহিউদ্দিন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মহিউদ্দিনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

error: Content is protected !!

কুমিল্লায় চোর ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

তারিখ : ১২:০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় চোরকে ধরতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবলের নাম মহিউদ্দিন। তিনি মুরাদনগর উপজেলার গাইটুলি এলাকার সাইদুর রহমানের ছেলে। তার বয়স আনুমানিক ৫৯।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ইলিয়াস বলেন, উপজেলার বারুর গ্রামে গণধোলাইয়ের শিকার এক চোরকে আনতে সহকর্মীদের সঙ্গে ওই গ্রামে যান মহিউদ্দিন। পরে চোরকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এই ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, মহিউদ্দিনের চাকরির মেয়াদ আর ছয় মাস ছিল। ছয় মাস পরে তার অবসরে যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মহিবুস সালাম খান বলেন, কনস্টেবল মহিউদ্দিন গণধোলাইয়ের শিকার এক চোরকে নিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। পরে চিকিৎসা শেষে ওই চোরকে থানায় নেওয়ার পথে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজিতে উঠতে গেলে চোর দৌঁড়ে পালিয়ে যায়। সে সময় তাকে ধরতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মহিউদ্দিন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মহিউদ্দিনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।