কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের হৃদরোগের ফ্রি চিকিৎসা

আল-আমিন কিবরিয়া।।
কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে জন্মগত হৃদরোগ চিকিৎসা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার আল-ইসলাম হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এমপি।

ঢাকা এভারকেয়ার হসপিটালের আয়োজনে ফ্রি এ ক্যাম্পে শিশুদের বিনামূল্যে জন্মগত হৃদরোগ চিকিৎসা প্রদান করেন এভারকেয়ার হসপিটালের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা ও সিনিয়র কনসালট্যান্ট এবং কো-অর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সেবায় ঢাকা এভারকেয়ার থেকে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা.তাহেরা নাজরীন দেবিদ্বারে এসেছেন এটি দেবিদ্বার বাসীর জন্য খুবই আনন্দের বিষয়। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, তিনি রোগীদের প্রতি অত্যান্ত সহনশীল।

ডা.তাহেরা নাজরীন বলেন, “আমাদের দেশে শিশু হৃদরোগের প্রকোপ দিন দিন বেড়ে যাচ্ছে। যার প্রধান শিকার হচ্ছে গ্রামীণ জনপদের সুবিধাবঞ্চিত শিশুরা। এটির মূল কারণ অনুন্নত জীবনযাপন, মায়ের মানসম্মত চিকিৎসাসেবার অভাব, শিশু হৃদরোগ সম্পর্কে সচেতনতার অভাব এবং আর্থিক সংকটের কারণ। এভারকেয়ার হসপিটাল ঢাকা বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুদেও হৃদরোগের সেবা দিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার-বি পাড়া সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহ মো. তারেকুজ্জামান, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি মো. নয়ন মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, আল ইসলাম হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল হাছান, চেয়ারম্যান নেয়াজ মোহাম্মদ হোসেন এনাম, ডাক্তার সিদ্দিকুর রহমান প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page