নেকবর হোসেন
কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ বাজি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
শুক্রবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশন থেকে বাজিগুলো জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে ১০ বিজিবির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৮ হাজার ১০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৫৬ লাখ ৩২ হাজার টাকা।
জব্দকৃত বাজি বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছে বিজিবি।
১০ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে আমরা সর্বদা সজাগ। অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।”