চৌদ্দগ্রামে মুজিবুল এমপি’র পক্ষ থেকে অটোরিক্সা চালক জসিমকে ৫০ হাজার টাকা অনুদান

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের দরিদ্র অটোরিক্সা চালক মো: জসিম উদ্দীনকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।

রোববার (১ আগস্ট) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি-বৈলপুর মুক্তিযোদ্ধা বাজারে বিশিষ্ট সমাজসেবক ও আ’লীগ নেতা কাজী মহি উদ্দীন মুকুলের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা মো: মোবারক হোসেন, আ’লীগ নেতা মাহবুবুর রহমান টিপু, কাজী আবুল খায়ের, আবুল কালাম, সমাজসেবক মাস্টার ইউনুছ মিয়া, অহিদুর রহমান, মন্তু মিয়া, বেচু মিয়া, ইসমাইল হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: আবুল কাশেম, মো: শাহিন আলম, রোকন উদ্দীন, কাউছার আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, কয়েক মাস আগে অটো-রিক্সা চালক জসিম উদ্দীনের অটোটি রাতে চার্জ দেয়া অবস্তা থেকে চুরি হয়ে যায়। অটো চুরি হওয়ার পর থেকে রুজি বন্ধ হয়ে যাওয়ায় খুব কষ্টে দিনাতিপাত করছিলো জসিমের পরিবার। বিষয়টি কনকাপৈত ইউপি চেয়ারম্যান মো: জাফর ইকবাল ও স্থানীয় মানবতার ডাক সামাজিক সংগঠনের মাধ্যমে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপিকে অবহিত করা হয়।

পরে তিনি বর্তমান করোনা পরিস্থিতি ও জসিম উদ্দীনের অসহায়ত্বে কথা বিবেচনা করে তার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page