০২:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা কুমিল্লা- ৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’

প্রস্রাব করা নিয়ে তর্ক; স্থানীয় ছাত্রদল নেতাকে পেটালেন কুবি শাখা ছাত্রলীগ কর্মী

  • তারিখ : ১২:১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • 35

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে এক স্থানীয় ছাত্রদল নেতা মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথের সামনে এ মারধরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এটিএম বুথ সংলগ্ন দোকানের পাশে ফয়সাল ডেকোরেশনের পিছনে প্রস্রাব করা নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন কুমিল্লা মহানগর ছাত্রদলের ২৪ নং ওয়ার্ডের নেতা রনি মজুমদার ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এনায়েত উল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল বাশার সাকিব ও ইমতিয়াজ শাহরিয়ারসহ কয়েকজন নেতাকর্মী।

কথা-কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদল নেতা রনি মজুমদারকে মারধর শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মারধরের একপর্যায়ে রনি মজুমদারের নাক ফেঁটে রক্ত বের হতে থাকে। পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

রনি মজুমদার বলেন, আমি ফয়সাল ডেকোরেশনের বাঁশের উপর প্রস্রাব কেন করেছে জানতে চাই। পরে এখানে প্রস্রাব করতে নিষেধ করি। এ সময় তারা আমার সাথে কথা-কাটাকাটি করে। এক পর্যায়ে আমাকে মারধর করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা এনায়েত উল্লাহ বলেন, ছাত্রদল নেতা রনি মজুমদার হঠাৎ করে এসেই খারাপ ব্যাবহার শুরু করেন। এ সময় প্রতিবাদ করলে কথা-কাটাকাটির এক পর্যায়ে আমাদেরকে ক্যাম্পাস গেইটে দেখে নেয়ার হুমকি দেন এবং বাঁশ নিয়ে আমাদের মারতে আসেন। রাজনৈতিক শত্রুতার কারণে এমন হতে পারে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমি দু’পক্ষের সাথে কথা বলে এর সুষ্ঠু সমাধান করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, বিষয়টি দুঃখজনক। রবিবার এসে এলাকাবাসীর সাথে বলে বিষয়টি মীমাংসা করবো।

error: Content is protected !!

প্রস্রাব করা নিয়ে তর্ক; স্থানীয় ছাত্রদল নেতাকে পেটালেন কুবি শাখা ছাত্রলীগ কর্মী

তারিখ : ১২:১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে এক স্থানীয় ছাত্রদল নেতা মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথের সামনে এ মারধরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এটিএম বুথ সংলগ্ন দোকানের পাশে ফয়সাল ডেকোরেশনের পিছনে প্রস্রাব করা নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন কুমিল্লা মহানগর ছাত্রদলের ২৪ নং ওয়ার্ডের নেতা রনি মজুমদার ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এনায়েত উল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল বাশার সাকিব ও ইমতিয়াজ শাহরিয়ারসহ কয়েকজন নেতাকর্মী।

কথা-কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদল নেতা রনি মজুমদারকে মারধর শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মারধরের একপর্যায়ে রনি মজুমদারের নাক ফেঁটে রক্ত বের হতে থাকে। পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

রনি মজুমদার বলেন, আমি ফয়সাল ডেকোরেশনের বাঁশের উপর প্রস্রাব কেন করেছে জানতে চাই। পরে এখানে প্রস্রাব করতে নিষেধ করি। এ সময় তারা আমার সাথে কথা-কাটাকাটি করে। এক পর্যায়ে আমাকে মারধর করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা এনায়েত উল্লাহ বলেন, ছাত্রদল নেতা রনি মজুমদার হঠাৎ করে এসেই খারাপ ব্যাবহার শুরু করেন। এ সময় প্রতিবাদ করলে কথা-কাটাকাটির এক পর্যায়ে আমাদেরকে ক্যাম্পাস গেইটে দেখে নেয়ার হুমকি দেন এবং বাঁশ নিয়ে আমাদের মারতে আসেন। রাজনৈতিক শত্রুতার কারণে এমন হতে পারে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমি দু’পক্ষের সাথে কথা বলে এর সুষ্ঠু সমাধান করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, বিষয়টি দুঃখজনক। রবিবার এসে এলাকাবাসীর সাথে বলে বিষয়টি মীমাংসা করবো।