০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৭ সদস্য গ্রেফতার, দেশি অস্ত্র জব্দ দাউদকান্দিতে আলোচিত মামুন সম্রাট হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার একসাথে চার কবর: ইউটার্নে নিভে গেলো কুমিল্লার এক আলোকিত পরিবার বৃদ্ধ বাবা-মাকে নিয়ে কুমিল্লায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন দুই ছেলে, পথে ৪ জনই নিহত কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২৫ বছরের প্রবাসের অর্জন লুট কুমিল্লায় অচেতন করে তরুণীকে ধর্ষণ, সমন্বয়কের বিরুদ্ধে মামলা বাসে শ্লীলতাহানি-ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী, দুই অভিযুক্তের কারাদণ্ড কুমিল্লায় সিমেন্টবাহী লরির নিচে প্রাইভেটকার, একই পরিবারের ৪ জন নিহত হোমনায় নার্সের অবহেলায় প্রসূতির মৃত্যু, তদন্তের দাবি কুমিল্লার তরুণ প্রজন্মের ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

ব্রাহ্মণপাড়ায় দুই মাদক কারবারিসহ তিনজন গ্রেপ্তার

  • তারিখ : ০৮:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • 8

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. মাসুদ রানা (৩০) ও মো. জাবেদ (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী শশীদল পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে আট বোতল ফেনসিডিল (নেশা জাতীয় সিরাপ) জব্দ করা হয়।

এছাড়া একই রাতে ওই ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোসা. সুমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মাসুদ রানা উপজেলার শশীদল পূর্বপাড়া গ্রামের জরু মিয়ার ছেলে, মো. জাবেদ কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার সন্দাইল গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও মোসা. সুমা আক্তার দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. আইয়ুব আলীর স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা গেছ, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ ও এসআই শাহাবুর আলম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি মাসুদ রানা ও জাবেদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া আসামিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়ায় দুই মাদক কারবারিসহ তিনজন গ্রেপ্তার

তারিখ : ০৮:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. মাসুদ রানা (৩০) ও মো. জাবেদ (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী শশীদল পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে আট বোতল ফেনসিডিল (নেশা জাতীয় সিরাপ) জব্দ করা হয়।

এছাড়া একই রাতে ওই ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোসা. সুমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মাসুদ রানা উপজেলার শশীদল পূর্বপাড়া গ্রামের জরু মিয়ার ছেলে, মো. জাবেদ কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার সন্দাইল গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও মোসা. সুমা আক্তার দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. আইয়ুব আলীর স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা গেছ, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ ও এসআই শাহাবুর আলম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি মাসুদ রানা ও জাবেদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া আসামিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।