০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর যুবক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ কুমিল্লার মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় স্কুল শেষে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর

ব্রাহ্মণবাড়িয়ায় হাসিলের টাকা কম দেওয়ায় লঙ্কাকাণ্ড, হামলা হলো পুলিশের ওপরও

  • তারিখ : ১১:২৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
  • 12

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার এসআই বাবুল আহমেদকে মারধর করে হাতকড়াসহ আটক করা জসিম নামে এক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা। শনিবার (১৫ জুন) সন্ধ্যার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই জনকে আটক করেছে। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকালে উপজেলার ভূইশ্বর গ্রামের জসিম নামের এক ব্যক্তি পাকশিমুল পশুর হাট থেকে একটি কেনেন। মহিষ কেনার পর প্রথা অনুযায়ী বাজারে হাসিল দিতে হয়। জসিম ওই বাজারে হাসিলের এক হাজার টাকার মধ্যে ৫০০ টাকা দিয়ে জোর করে চলে যাচ্ছিলেন। এ সময় এ নিয়ে বাজার কমিটির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

এর একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জসিম তার নিজ গ্রাম ভূইশ্বরে আসেন। এ সময় তিনি রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে পাকশিমুল গ্রামের লোকজন দেখে দেখে মারধর করেন। এক পর্যায়ে ভূইশ্বর ও পাকশিমুলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন খবর পেয়ে সরাইল থানার দায়িত্বরত পুলিশের বিট অফিসার এসআই বাবুল আহমেদ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে জসিমকে হাতকড়া পরিয়ে সেখান থেকে আটক করে আনার চেষ্টা করেন। এ সময় তার লোকজন এসআই বাবুলের ওপর হামলা করেন। একপর্যায়ে জসিমকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।

আহত অবস্থায় পুলিশ কর্মকর্তা বাবুল আহমেদকে স্থানীয় একটি ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনে তাকে চিকিৎসা দেওয়া হয়। এসআই বাবুলের মাথায় তিন সেলাই লাগার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই জনকে আটক করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত জসিমকে গ্রেফতারে এলাকায় অভিযান চালানো হচ্ছে।

error: Content is protected !!

ব্রাহ্মণবাড়িয়ায় হাসিলের টাকা কম দেওয়ায় লঙ্কাকাণ্ড, হামলা হলো পুলিশের ওপরও

তারিখ : ১১:২৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার এসআই বাবুল আহমেদকে মারধর করে হাতকড়াসহ আটক করা জসিম নামে এক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা। শনিবার (১৫ জুন) সন্ধ্যার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই জনকে আটক করেছে। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকালে উপজেলার ভূইশ্বর গ্রামের জসিম নামের এক ব্যক্তি পাকশিমুল পশুর হাট থেকে একটি কেনেন। মহিষ কেনার পর প্রথা অনুযায়ী বাজারে হাসিল দিতে হয়। জসিম ওই বাজারে হাসিলের এক হাজার টাকার মধ্যে ৫০০ টাকা দিয়ে জোর করে চলে যাচ্ছিলেন। এ সময় এ নিয়ে বাজার কমিটির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

এর একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জসিম তার নিজ গ্রাম ভূইশ্বরে আসেন। এ সময় তিনি রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে পাকশিমুল গ্রামের লোকজন দেখে দেখে মারধর করেন। এক পর্যায়ে ভূইশ্বর ও পাকশিমুলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন খবর পেয়ে সরাইল থানার দায়িত্বরত পুলিশের বিট অফিসার এসআই বাবুল আহমেদ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে জসিমকে হাতকড়া পরিয়ে সেখান থেকে আটক করে আনার চেষ্টা করেন। এ সময় তার লোকজন এসআই বাবুলের ওপর হামলা করেন। একপর্যায়ে জসিমকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।

আহত অবস্থায় পুলিশ কর্মকর্তা বাবুল আহমেদকে স্থানীয় একটি ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনে তাকে চিকিৎসা দেওয়া হয়। এসআই বাবুলের মাথায় তিন সেলাই লাগার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই জনকে আটক করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত জসিমকে গ্রেফতারে এলাকায় অভিযান চালানো হচ্ছে।