মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।
“তথ্য আমার অধিকার জানা আছে কি সবার” প্রতিপাদ্য ও “তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এই স্লোগানকে সামনে রেখে।
কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কবি কাজী নজরুল মিলানায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মাঈনউদ্দিন আহাম্মেদ, প্রাথমিক শিক্ষা অফিসার ফৌজিয়া আক্তার, সমাজ সেবা অফিসার কবির আহাম্মেদ, যুব উন্নয়ন অফিসার মমিনুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজিউল হক চৌধুরি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের মূল উদ্দেশ্য হলো নাগরিকদের ক্ষমতায়ন ঘটানো। একজন নাগরিকের অন্যান্য অধিকারের মতো তথ্য জানার অধিকারও রয়েছে। আর সরকারি বেসরকারি অফিসের তথ্য সাধারন মানুষ জানলে কাজের মধ্যে স্বচ্ছতা থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page