মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার সাহেব বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে চারটি দোকান। শুক্রবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ লাখ টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে সাহেব বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কাপড় ব্যবসায়ী সুজন। তিনি জানান, তার দোকানে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিল যা আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কিস্তিতে ব্যবসা পরিচালনা করতেন জানিয়ে সুজন বলেন, “আমি নিঃস্ব হয়ে গেছি। সরকার যদি সহায়তা করে, তাহলে আবার দাঁড়াতে পারব।”
এছাড়া মিষ্টির দোকান ‘মিম সুইটস’-এর মালিক মোস্তাকিম জানান, তার দোকানে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। মুদি দোকানদার গোলাম মোস্তফা ভূঁইয়ার প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। আরেক ব্যবসায়ী মোহাম্মদ ইমরানও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে এখনো তিনি ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেননি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
আরো দেখুন:You cannot copy content of this page