
মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলা ষোলনল ইউনিয়ন গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাসমিম আক্তার নামে ২য় শ্রেণির ছাত্রী স্কুলে যাওয়ার পথে রাস্তা পরাপার হওয়ার সময় বেপরোয়া গতিতে কুমিল্লাগামী সিএনজি চালিত অটোরিকশা চাপায় মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে কুমিল্লা-মীরপুর সড়কের বুড়িচং উপজেলার গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে এ দূর্ঘটনা ঘটে।
গাজীপর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা খাতুন বলেন, স্কুলে আসার পথে বেরোয়া গতিতে আসা সিএনজি চালিত অটোরিকশার চাপায় ২য় শ্রেণীর ছাত্রী তাসমিম আক্তার আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা।
নিহত স্কুল ছাত্রী তাসমিম আক্তার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর গ্রামের মোঃ হাসান এর মেয়ে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খন্দকার জানান, শিশুটিকে চাপা দিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি পালিয়ে গেছে। সিএনজি চালিত অটোরিকশাটিকে জব্দ ও চালককে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষ করে শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।











