কুমিল্লা রেলস্টেশন এলাকা থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে কুমিল্লা শহরতলীর ধর্মপুর রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার এসব তথ্য জানান, র‌্যাব-১১-এর উপপরিচালক মাহমুদুল হাসান।

গ্রেফতারকৃতরা হলো– কুমিল্লার আদর্শ সদর উপজেরার ধর্মপুর এলাকার শিপন মিয়ার ছেলে আশিক (৩২), সদর দক্ষিণ উপজেলার চিদরপুর এলাকার মনির হোসেনের ছেলে জামিল হোসেন (১৯), কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. জিসান (১৯), ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার বিল্লাল হোসেনের ছেলে আসিফুর রহমান ওরফে আসিফ (২২)।

র‌্যাব জানায়, এ সময় তাদের কাছ থেকে চাকুসহ দেশি অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘গ্রেফতারকৃতরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা রেলস্টেশনের আশেপাশে অবস্থান করে। ট্রেন থেকে যাত্রীরা নামার পর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। এ ছাড়াও দেশি অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page