০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় স্কুল শেষে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ‎ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই যুবক, ৪ কেজি গাঁজা উদ্ধার ‎ব্রাহ্মণপাড়া চান্দলায় পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি কুবির মেডিকেল সেবা নিশ্চিতে শিক্ষার্থীদের ৮ দাবি ফের গ্রেপ্তার দেবিদ্বার পৌরসভার মেয়র শামিম হোমনায় রেহানা মজিদ মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত প্রথমবারের মতো কুবিতে পিএইচডি প্রোগ্রাম চালুর সুপারিশ কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ফ্যান-লাইট ও ফ্রিজের মাসিক বিল ১ লাখ ৬৭ হাজার টাকা! কুবি শিক্ষার্থীকে হত্যাকারীর শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

খাদি-বাটিকের শাড়িতেই সূচনার গণসংযোগ

  • তারিখ : ১১:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • 16

নিজস্ব প্রতিবেদক।।
সপ্তাহখানেক পরে অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে প্রচার-প্রচারনা করছেন। গণসংযোগ লিফলেট বিতরণ ব্যানার পোস্টার সাটানো ও মাইকিংয়ে কুমিল্লা নগরী এখন উৎসবের আমেজে ভাসছে।

প্রচার প্রচারনায় সবার নজর কাড়ছে বাস প্রতিকের প্রার্থী ডা. তাহ্সীন বাহার সূচনা। তিনি কুমিল্লার ঐতিহ্য খাদি ও বাটিকের শাড়ি পরেই প্রচার প্রচারনা করছেন। মাথায় গোমটা হাতে লিফলেট নিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটার দ্বারে দ্বারে যাচ্ছেন। তার পরনে রং বেরংঙের খাদি ও বাটিকের শাড়ি তরুনী ও নারীরা উৎসুক হয়ে তাকিয়ে থাকেন।

বাটিক ও খাদির শাড়ি পরে প্রচারনার বিষয়ে বাস প্রতীকের মেয়র প্রার্থী ডা. তাহসীন বাহার সূচনা বলেন “ আমি কুমিল্লার মেয়ে, আর খাদী আমাদের কুমিল্লার ঐতিহ্যর অংশ। খাদি কুমিল্লাকে অন্য মাত্রায় নিয়ে গেছে।

নিজের জীবনের এই গুরুত্বপূর্ন সময় আমি কুমিল্লাকে প্রমোট করতে চাই এছাড়াও দীর্ঘ প্রচার-প্রচারনায় এই সময় খাদির পোষাক বেশ আরামদায়ক।আমি চাই আমাদের খাদি পন্যর প্রচার প্রসার বাড়ুক। দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে ,সে লক্ষ্যেই নির্বাচনী প্রচারনায় আমি খাদি ও বাটিকের শাড়ি বেছে নিয়েছি।”

error: Content is protected !!

খাদি-বাটিকের শাড়িতেই সূচনার গণসংযোগ

তারিখ : ১১:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।
সপ্তাহখানেক পরে অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে প্রচার-প্রচারনা করছেন। গণসংযোগ লিফলেট বিতরণ ব্যানার পোস্টার সাটানো ও মাইকিংয়ে কুমিল্লা নগরী এখন উৎসবের আমেজে ভাসছে।

প্রচার প্রচারনায় সবার নজর কাড়ছে বাস প্রতিকের প্রার্থী ডা. তাহ্সীন বাহার সূচনা। তিনি কুমিল্লার ঐতিহ্য খাদি ও বাটিকের শাড়ি পরেই প্রচার প্রচারনা করছেন। মাথায় গোমটা হাতে লিফলেট নিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটার দ্বারে দ্বারে যাচ্ছেন। তার পরনে রং বেরংঙের খাদি ও বাটিকের শাড়ি তরুনী ও নারীরা উৎসুক হয়ে তাকিয়ে থাকেন।

বাটিক ও খাদির শাড়ি পরে প্রচারনার বিষয়ে বাস প্রতীকের মেয়র প্রার্থী ডা. তাহসীন বাহার সূচনা বলেন “ আমি কুমিল্লার মেয়ে, আর খাদী আমাদের কুমিল্লার ঐতিহ্যর অংশ। খাদি কুমিল্লাকে অন্য মাত্রায় নিয়ে গেছে।

নিজের জীবনের এই গুরুত্বপূর্ন সময় আমি কুমিল্লাকে প্রমোট করতে চাই এছাড়াও দীর্ঘ প্রচার-প্রচারনায় এই সময় খাদির পোষাক বেশ আরামদায়ক।আমি চাই আমাদের খাদি পন্যর প্রচার প্রসার বাড়ুক। দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে ,সে লক্ষ্যেই নির্বাচনী প্রচারনায় আমি খাদি ও বাটিকের শাড়ি বেছে নিয়েছি।”