১১:১০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত কুমিল্লায় ব্যাংকে চেতনানাশক রুমালের ফাঁদ, ১ লাখ টাকাসহ রুমাল পার্টির সদস্য আটক ব্রাহ্মণপাড়ায় শিশু আরশির মৃত্যুর রহস্য উদঘাটন, বড় বোন কারাগারে কুমিল্লায় মাহফিলে যাওয়ার ২ দিন পর মৎস্য ঘেরে মিলল যুবকের মরদেহ মুরাদনগরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হোম ভিজিটের নির্দেশ কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫ হাজী ইয়াছিনকে মনোনয়ন দেন, কুমিল্লার তরুণ প্রজন্ম তাঁকে বিজয়ী করবে বুড়িচংয়ে সম্পত্তির জেরে নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫

খাদি-বাটিকের শাড়িতেই সূচনার গণসংযোগ

  • তারিখ : ১১:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • 50

নিজস্ব প্রতিবেদক।।
সপ্তাহখানেক পরে অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে প্রচার-প্রচারনা করছেন। গণসংযোগ লিফলেট বিতরণ ব্যানার পোস্টার সাটানো ও মাইকিংয়ে কুমিল্লা নগরী এখন উৎসবের আমেজে ভাসছে।

প্রচার প্রচারনায় সবার নজর কাড়ছে বাস প্রতিকের প্রার্থী ডা. তাহ্সীন বাহার সূচনা। তিনি কুমিল্লার ঐতিহ্য খাদি ও বাটিকের শাড়ি পরেই প্রচার প্রচারনা করছেন। মাথায় গোমটা হাতে লিফলেট নিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটার দ্বারে দ্বারে যাচ্ছেন। তার পরনে রং বেরংঙের খাদি ও বাটিকের শাড়ি তরুনী ও নারীরা উৎসুক হয়ে তাকিয়ে থাকেন।

বাটিক ও খাদির শাড়ি পরে প্রচারনার বিষয়ে বাস প্রতীকের মেয়র প্রার্থী ডা. তাহসীন বাহার সূচনা বলেন “ আমি কুমিল্লার মেয়ে, আর খাদী আমাদের কুমিল্লার ঐতিহ্যর অংশ। খাদি কুমিল্লাকে অন্য মাত্রায় নিয়ে গেছে।

নিজের জীবনের এই গুরুত্বপূর্ন সময় আমি কুমিল্লাকে প্রমোট করতে চাই এছাড়াও দীর্ঘ প্রচার-প্রচারনায় এই সময় খাদির পোষাক বেশ আরামদায়ক।আমি চাই আমাদের খাদি পন্যর প্রচার প্রসার বাড়ুক। দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে ,সে লক্ষ্যেই নির্বাচনী প্রচারনায় আমি খাদি ও বাটিকের শাড়ি বেছে নিয়েছি।”

error: Content is protected !!

খাদি-বাটিকের শাড়িতেই সূচনার গণসংযোগ

তারিখ : ১১:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।
সপ্তাহখানেক পরে অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে প্রচার-প্রচারনা করছেন। গণসংযোগ লিফলেট বিতরণ ব্যানার পোস্টার সাটানো ও মাইকিংয়ে কুমিল্লা নগরী এখন উৎসবের আমেজে ভাসছে।

প্রচার প্রচারনায় সবার নজর কাড়ছে বাস প্রতিকের প্রার্থী ডা. তাহ্সীন বাহার সূচনা। তিনি কুমিল্লার ঐতিহ্য খাদি ও বাটিকের শাড়ি পরেই প্রচার প্রচারনা করছেন। মাথায় গোমটা হাতে লিফলেট নিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটার দ্বারে দ্বারে যাচ্ছেন। তার পরনে রং বেরংঙের খাদি ও বাটিকের শাড়ি তরুনী ও নারীরা উৎসুক হয়ে তাকিয়ে থাকেন।

বাটিক ও খাদির শাড়ি পরে প্রচারনার বিষয়ে বাস প্রতীকের মেয়র প্রার্থী ডা. তাহসীন বাহার সূচনা বলেন “ আমি কুমিল্লার মেয়ে, আর খাদী আমাদের কুমিল্লার ঐতিহ্যর অংশ। খাদি কুমিল্লাকে অন্য মাত্রায় নিয়ে গেছে।

নিজের জীবনের এই গুরুত্বপূর্ন সময় আমি কুমিল্লাকে প্রমোট করতে চাই এছাড়াও দীর্ঘ প্রচার-প্রচারনায় এই সময় খাদির পোষাক বেশ আরামদায়ক।আমি চাই আমাদের খাদি পন্যর প্রচার প্রসার বাড়ুক। দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে ,সে লক্ষ্যেই নির্বাচনী প্রচারনায় আমি খাদি ও বাটিকের শাড়ি বেছে নিয়েছি।”