০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
একসাথে চার কবর: ইউটার্নে নিভে গেলো কুমিল্লার এক আলোকিত পরিবার বৃদ্ধ বাবা-মাকে নিয়ে কুমিল্লায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন দুই ছেলে, পথে ৪ জনই নিহত কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২৫ বছরের প্রবাসের অর্জন লুট কুমিল্লায় অচেতন করে তরুণীকে ধর্ষণ, সমন্বয়কের বিরুদ্ধে মামলা বাসে শ্লীলতাহানি-ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী, দুই অভিযুক্তের কারাদণ্ড কুমিল্লায় সিমেন্টবাহী লরির নিচে প্রাইভেটকার, একই পরিবারের ৪ জন নিহত হোমনায় নার্সের অবহেলায় প্রসূতির মৃত্যু, তদন্তের দাবি কুমিল্লার তরুণ প্রজন্মের ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কীটনাশক দোকানে জরিমানা কুমিল্লায় ট্রাকের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৪

কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৮৮ লক্ষ টাকার মাদক ও মোবাইল ফোন জব্দ

  • তারিখ : ১১:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • 8

জহিরুল হক বাবু।।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে ভারত থেকে আনা বিপুল পরিমান অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিভিন্ন প্রকার মোবাইল ফোন আটক করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ
সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির আওতাধীন ভারতীয় সীমান্ত এলাকা থেকে মালামালগুলো জব্দ করা হয়। আটককৃত পণ্যের মোট মূল্য প্রায় ৮৮ লাখ ৬৬ হাজার ৯২৬ টাকা।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বুধবার ভোর রাতে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ মথুরাপুর বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৪ হাজার পিস অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৯টি বিভিন্ন প্রকার মোবাইল ফোন আটক করে। আটককৃত পণ্যের মোট মূল্য প্রায় ৮৮ লক্ষ টাকা।

বিজিবির এই ধরনের অভিযান ও কঠোর পদক্ষেপ দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চোরাচালান ও মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৮৮ লক্ষ টাকার মাদক ও মোবাইল ফোন জব্দ

তারিখ : ১১:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে ভারত থেকে আনা বিপুল পরিমান অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিভিন্ন প্রকার মোবাইল ফোন আটক করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ
সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির আওতাধীন ভারতীয় সীমান্ত এলাকা থেকে মালামালগুলো জব্দ করা হয়। আটককৃত পণ্যের মোট মূল্য প্রায় ৮৮ লাখ ৬৬ হাজার ৯২৬ টাকা।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বুধবার ভোর রাতে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ মথুরাপুর বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৪ হাজার পিস অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৯টি বিভিন্ন প্রকার মোবাইল ফোন আটক করে। আটককৃত পণ্যের মোট মূল্য প্রায় ৮৮ লক্ষ টাকা।

বিজিবির এই ধরনের অভিযান ও কঠোর পদক্ষেপ দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চোরাচালান ও মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।