নোয়াখালীতে ভিবিডি’র নিরাপদ মাতৃত্ব ও কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রাম

স্টাফ রিপোর্টার।।
“স্বেচ্ছাসেবায় নারীদের অগ্রযাত্রা” বিষয়ে নোয়াখালী চৌমূহনীর গণিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীদের মাতালেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক সাইফ বাবু।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ – নোয়াখালী জেলা কর্তৃক আয়োজিত ”নিরাপদ মাতৃত্ব ও কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা” নামক প্রোগ্রাম গত রবিবার নোয়াখালী চৌমুহনীর গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ – নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক মো: বাকের হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি গোলাম ফারুক ভূইয়া, চৌমুহনী পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কমিশনার জাহনারা বেগম।

অনুষ্ঠানে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, প্রতিকূলতা, প্রতিরোধসহ পিরিয়ডকালীন সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার নানা বিষয়ে দিক নির্দেশনা দেন মেডিক্যাল এসিস্টেন্ট সাহেলা চৌধুরি ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি- এফপিএবি’র জাতীয় যুব সংসদের স্পীকার সুফিয়া বেগম কাজল।

পরবর্তীতে স্বেচ্ছাসেবায় নারীদের অগ্রযাত্রা” নিয়ে কথা বলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক সাইফ বাবু। তিনি স্বেচ্ছাসেবায় কিভাবে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি নিজেদের এগিয়ে নিয়ে যাবেন তা নিয়ে আলোনা করেন। এসময় উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ – নোয়াখালী জেলার সভাপতি ইমরান হোসেন, এইচ.আর.ও শিপন ভৌমিক, কমিটি মেম্বার সুদীপ্ত চন্দ্র সহ প্রমুখ।

এছাড়াও নোয়াখালীর গনিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: জাফরুল্লাহ, সহকারী শিক্ষক মো: মিরাজ উদ্দিন, মো: রাজীব ও রত্নাপুরি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page