মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এনআরবিসি ব্যাংকের ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় উপজেলা রোডের মোলফত আলী টাওয়ার দ্বিতীয় তলায় এ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডঃ মোঃ সোলায়মান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনাল ও সিলেট জোনের হেড মোঃ কামরুল হাসান, মেঘনা জোনের জোনাল হেড কাজী মোঃ জিয়াউল করিম, ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন। অনুষ্ঠানে বক্তারা এনআরবিসি ব্যাংকের বিভিন্ন সুযোগ- সুবিধার কথা দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া বাজার ও উপজেলার বিভিন্ন ব্যবসায়ীগণ। এছাড়া বিভিন্ন এলাকা থেকে নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ব্যাংকের সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page