১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

ভাইয়ের বাইক থেকে ছিটকে পড়ে বোনের মৃত্যু

  • তারিখ : ০৬:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
  • 29

নেকব হোসেন।।
জেএসসি পরীক্ষা শেষ। ভাইয়ের সাথে ঢাকায় গিয়ে বেড়ানোর শখ ছোট বোন ওমামা জোয়ার্দারের। বাইকের পিছনে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা। হঠাৎ এক পথচারী মহাসড়ক পারাপারের চেষ্টা।

ওই পথচারীকে বাঁচাতে মোটরসাইকেল এর ব্রেক কষতেই বড় ভাই মামুন জোয়ার্দারের বাইকের পিছন থেকে ছিঁটকে পড়ে একমাত্র ছোট বোন ওমামা জোয়াদ্দার (১৪)। পিছন থেকে ছুটে আসা ঘাতক বাস পিষে দেওয়ায় ঢাকায় বেড়ানোর স্বপ্ন ভাঙ্গে ওমামা’র।

ঘটনাটি ঘটেছে রবিবার (৫ ডিসেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায়।

নিহত ওমামা জোয়ার্দার মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোনটাকা গ্রামের জাহাঙ্গীর জোয়ার্দারের মেয়ে। দুই ভাইয়ের একমাত্র বোন ওমামা। পিতার ফিডমিল ব্যবসার সুবাদে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এখন তাদের বসবাস। কুমিল্লার মনোহরগঞ্জ ও নোয়াখালীর সোইনমুড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাস করার ফলে সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দেয় ওমামা।

বড় ভাই মামুন জোয়ারর্দার জানান, আমাদের পৈত্রিক নিবাস মেহেরপুর হলেও আমার পিতার ব্যবসার সুবাদে মা-বাবার সাথে মনোহরগঞ্জ থাকতো বোন ওমামা। জেএসসি পরীক্ষা শেষ হওয়ায় রবিবার আমার সাথে বাইকে করে ঢাকায় বেড়াতে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। আমার বোনটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়ার সাথে সাথে লাল-সবুজ নামের একটি বাস চাপা দিলে মারাত্মক আহতাবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ডাক্তার মৃত ঘোষণা করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

error: Content is protected !!

ভাইয়ের বাইক থেকে ছিটকে পড়ে বোনের মৃত্যু

তারিখ : ০৬:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১

নেকব হোসেন।।
জেএসসি পরীক্ষা শেষ। ভাইয়ের সাথে ঢাকায় গিয়ে বেড়ানোর শখ ছোট বোন ওমামা জোয়ার্দারের। বাইকের পিছনে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা। হঠাৎ এক পথচারী মহাসড়ক পারাপারের চেষ্টা।

ওই পথচারীকে বাঁচাতে মোটরসাইকেল এর ব্রেক কষতেই বড় ভাই মামুন জোয়ার্দারের বাইকের পিছন থেকে ছিঁটকে পড়ে একমাত্র ছোট বোন ওমামা জোয়াদ্দার (১৪)। পিছন থেকে ছুটে আসা ঘাতক বাস পিষে দেওয়ায় ঢাকায় বেড়ানোর স্বপ্ন ভাঙ্গে ওমামা’র।

ঘটনাটি ঘটেছে রবিবার (৫ ডিসেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায়।

নিহত ওমামা জোয়ার্দার মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোনটাকা গ্রামের জাহাঙ্গীর জোয়ার্দারের মেয়ে। দুই ভাইয়ের একমাত্র বোন ওমামা। পিতার ফিডমিল ব্যবসার সুবাদে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এখন তাদের বসবাস। কুমিল্লার মনোহরগঞ্জ ও নোয়াখালীর সোইনমুড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাস করার ফলে সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দেয় ওমামা।

বড় ভাই মামুন জোয়ারর্দার জানান, আমাদের পৈত্রিক নিবাস মেহেরপুর হলেও আমার পিতার ব্যবসার সুবাদে মা-বাবার সাথে মনোহরগঞ্জ থাকতো বোন ওমামা। জেএসসি পরীক্ষা শেষ হওয়ায় রবিবার আমার সাথে বাইকে করে ঢাকায় বেড়াতে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। আমার বোনটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়ার সাথে সাথে লাল-সবুজ নামের একটি বাস চাপা দিলে মারাত্মক আহতাবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ডাক্তার মৃত ঘোষণা করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।