মনোহরগঞ্জে প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

মো. হাছান, মনোহরগঞ্জ।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।
পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা প্রশাসন, পল্লী বিদ্যুৎ অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওয়ামী যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন স্কুল এবং কলজের থেকে আগত ছাত্র ছাত্রীদের মধ্যে ডিসপ্লে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

তৃতীয় পর্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী অফিসার মোঃ ফেরদৌস আলমের সঞ্চলনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ. লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাষ্টার আব্দুল কাইয়ূম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো এনামুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, থানা অফিসার ইনচার্জ সফিউল আলম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য মো আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম।

অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম, কার্যনিবার্হী সদস্য কামাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক মো. সফিকুর রহমান, জানে আলম, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন (বিএসসি), হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো কামাল হোসেন, বিপুলাসার ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ, খিলা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া, সরসপুর ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান,ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান আসিকুর রহমন হিরন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবসহ আরও অনেকে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page