স্টাফ রিপোর্টার।।
এবছর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল টিম উপজেলা পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। এদলের শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করতে দলের ১৫ জন শিক্ষার্থীকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে জাম্প কেডস প্রদান করা হয়েছে।
উপজেলা পর্যায়ে বিজয়ী দলটি আগামী ০৬ সেপ্টেম্বর কুমিল্লার ধীরন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে।
ছেলেদের পাশাপাশি মেয়েদের খেলাধুলায় আগ্রহী করতে এধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভাশিস ঘোষ। উপজেলা শিক্ষা অফিসার জনাব প্রান্তিক সাহা বলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আগ্রহী করতে উপজেলা শিক্ষা পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।