রামরুর সঙ্গে কুবি থিয়েটারের চুক্তি স্বাক্ষর

ফয়সাল মিয়া, কুবি
‘রিফিউজি এন্ড মাইগ্রেটরী মুভমেন্টস্ রিসার্চ ইউনিট'(রামরু)এর ‘সিমস’ প্রজেক্টের সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় রামরু অফিসে রামরু এর প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ ইনজামুল হক ও থিয়েটার কুবি’র নাট্য কর্মী ইশতিয়াক আহমেদের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির উদ্দেশ্য হচ্ছে, “কুমিল্লার ৫টি উপজেলায় জনসচেতনতামূলক ৫টি নাটক প্রদর্শন করা। নাটকের বিষয় হলো, সঠিক তথ্যের অভাবে ফ্রি ভিসায় অভিবাসন কিভাবে অনিরাপদ হয় এবং অনিয়মিত ও অনিরাপদ অভিবাসনের ঝুঁকিসমূহ, অনিরাপদ অভিবাসনের প্রতিটি ধাপে কীভাবে অভিবাসীর অধিকার লঙ্ঘিত হয়, সঠিক নিয়ম মেনে দক্ষ হয়ে বিদেশ গেলে কী লাভ, অনিয়মিত অভিবাসনে ট্রাফিকিং ও মানব পাচারের ঝুঁকি ইত্যাদি অভিনয়ের মাধ্যমে জনগণকে সচেতন করা।’

রামরুর প্রোগ্রাম অফিসার মো: আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের সংস্থার উদ্দেশ্য অনিরাপদ অভিবাসন থেকে কীভাবে নিজেদের রক্ষা করা যায়, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা।কেউ যদি বিদেশে গিয়ে প্রতারণার শিকার হন, তাকে আইনী সহায়তাও প্রদান করি। এছাড়া আমাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সরকার অভিবাসীদের কী কী সু্যোগ সুবিধা দিয়ে থাকেন সে বিষয়ে জানানোর চেষ্টা করি।’

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান রাহিম বলেন, ‘সবসময় আমরা চেষ্টা করি মানবসেবা বা জনসচেতনতামূলক কাজ করার জন্য। রামরু এর সাথে চুক্তির মাধ্যমে জনসচেতনতামূলক একটা কাজ করার সুযোগ পেয়েছি। কুমিল্লার ৫টি উপজেলায় জনসচেতনতামূলক ৫টি পথনাটক প্রদর্শনের সুযোগ পাবো। আমরা আশা করি আমাদের পথনাটক এর মাধ্যমে আমরা মানুষকে সচেতন করে তুলতে পারবো।’

এছাড়াও এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামরু এর প্রোগ্রাম অফিসার রাজন কুমার রায় থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটি, নাট্য কর্মী উম্মে মারিয়া রিয়া।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page