রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের পালাবদল; সভাপতি আবদুল আলিম, সম্পাদক আলী আহমেদ

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।
রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের পালাবদল-৭ শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের সভাপতি (২০/২১) আবদুল কাইয়ুম ভৃইয়া সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মিরু।

প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান মাকসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব বাংলাদেশ ৩২৮২ এর এসিটেন্ট গর্ভণর বীরমুক্তিযোদ্ধা শৈলপতি চৌধুরী নন্দন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের ট্রেনাইনার বীরমুক্তিযোদ্ধা কনক চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, প্যানেল মেয়র-২ মিজানুর রহমান, ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্টক শহিদুর রহমান রতন, ভাইস প্রেসিডেন্ট তাজুল ইসলাম পাটোয়ারী, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী, জামাল চৌধুরী, রোটারী ক্লাব অব কুমিল্লা ফেমাস এর সাবেক সভাপতি আবদুল্লাহ আল মাসুদ নোমান প্রমুখ।

আলোচনা শেষে রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের সভাপতি (রোটাবর্ষ ২১/২২) প্রকৌশলী আবদুল আলিম ও সাধারণ সম্পাদক আলী আহমেদ এর কাছে কলার হস্তান্তর করেন ( রোটাবর্ষ ২০/২১) বিদায়ী সভাপতি আবদুল কাইয়ুম ভৃইয়া সুমন।

এসময় মেয়র জিএম মীর হোসেন মিরু, পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, প্যানেল মেয়র-২ মিজানুর রহমান ও স্থপতি মোহাঈমেনা চৌধুরীকে পিন পরিয়ে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি রোটারি ক্লাব অব বাংলাদেশ ৩২৮২ এর এসিটেন্ট গর্ভণর বীরমুক্তিযোদ্ধা শৈলপতি চৌধুরী নন্দন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা ফেমাসের সাধারন সম্পাদক পেয়ার আহমেদ, সদস্য সাংবাদিক মোঃ আবদুল জলিল রিপন, রোটারি ক্লাব চৌদ্দগ্রামের অহিদুর রহমান, আরিফুর রহমান মঞ্জু, মাষ্টার নুরুল আলম, বুলেটিন এডিটর সাংবাদিক আবুল বাশার রানাসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

পরে করোনা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ বিতরণ ও পৌরসভায় বৃক্ষ রোপন করেন অতিথিবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page