০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে পোড়া তেলে শিশু খাদ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা কুমিল্লায় কিস্তির চাপ সহ্য করতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ২০২৬ সালে নতুন ক্যাম্পাসে উদ্বোধন হবে ৪টি হল ও ৪টি অ্যাকাডেমিক ভবন: কুবি উপাচার্য মনোহরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত দাউদকান্দিতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, আতঙ্কিত পথচারীরা ও স্কুলগামীরা দাউদকান্দিতে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান কুমিল্লায় মহাসড়কে গরুবাহী ট্রাক ছিনতাই: ১৯টি গরু ও ২ লাখ টাকা লুট গণতান্ত্রিক আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখতে প্রবাসীদের ভূমিকা অতুলনীয় -ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় ভণ্ড রাজারবাগের আস্তানা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সাবেক মন্ত্রী মুস্তফা কামালের দুই ভাই ও ভাতিজার নামে অপহরণ মামলা

  • তারিখ : ০৮:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • 10

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একজন ঠিকাদারকে অপহরণের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারোয়ার, বড় ভাই আবদুল হামিদ ও ভাতিজা কামরুল হাসান শাহীনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন লালমাই উপজেলার (সাবেক কুমিল্লা সদর দক্ষিণ) ভুলইন উত্তর ইউনিয়নের বড় চলুন্ডা গ্রামের মাস্টার বজলুর রহমানের ছেলে ঠিকাদার সফিউল আলম সোহাগ। বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার, লালমাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হামিদ, লালমাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহীন, গোলাম সারোয়ারের ব্যক্তিগত গাড়িচালক আবদুর রাজ্জাক, সদর দক্ষিণ উপজেলার দত্তপুর গ্রামের মু. শাহ আলম, চন্ডীমুড়া গ্রামের মো আবুল কালামসহ অজ্ঞাত আরও ১৫ জন।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় কোরবানির পশুর হাট দেখতে গিয়ে অভিযুক্তদের দ্বারা মারধরের শিকার হন বাদী। একপর্যায়ে আসামিরা তাকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যান। মারধর করে টাকা আদায় এবং খালি চেকে স্বাক্ষর রেখে দেন। পরবর্তীতে আবারও তার কাছ থেকে অর্থ আদায় করেন।

বাদীর অভিযোগ, এ ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলেও রাজনৈতিক প্রভাবশালী হওয়ার কারণে সে সময় থানা কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করেনি।

error: Content is protected !!

সাবেক মন্ত্রী মুস্তফা কামালের দুই ভাই ও ভাতিজার নামে অপহরণ মামলা

তারিখ : ০৮:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একজন ঠিকাদারকে অপহরণের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারোয়ার, বড় ভাই আবদুল হামিদ ও ভাতিজা কামরুল হাসান শাহীনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন লালমাই উপজেলার (সাবেক কুমিল্লা সদর দক্ষিণ) ভুলইন উত্তর ইউনিয়নের বড় চলুন্ডা গ্রামের মাস্টার বজলুর রহমানের ছেলে ঠিকাদার সফিউল আলম সোহাগ। বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার, লালমাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হামিদ, লালমাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহীন, গোলাম সারোয়ারের ব্যক্তিগত গাড়িচালক আবদুর রাজ্জাক, সদর দক্ষিণ উপজেলার দত্তপুর গ্রামের মু. শাহ আলম, চন্ডীমুড়া গ্রামের মো আবুল কালামসহ অজ্ঞাত আরও ১৫ জন।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় কোরবানির পশুর হাট দেখতে গিয়ে অভিযুক্তদের দ্বারা মারধরের শিকার হন বাদী। একপর্যায়ে আসামিরা তাকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যান। মারধর করে টাকা আদায় এবং খালি চেকে স্বাক্ষর রেখে দেন। পরবর্তীতে আবারও তার কাছ থেকে অর্থ আদায় করেন।

বাদীর অভিযোগ, এ ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলেও রাজনৈতিক প্রভাবশালী হওয়ার কারণে সে সময় থানা কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করেনি।