২৭ দিনের ছুটি পাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি।।
বাংলা নববর্ষ, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, ঈদ-উল ফিতর, মে দিবস ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২৭ দিনের ছুটি শুরু হচ্ছে আজ থেকে। এই ২৭ দিন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল শুক্রবার নববর্ষের ছুটি। এরপর ১৬ এপ্রিল রোববার থেকে শুরু হয়ে ২ মে মঙ্গলবার পর্যন্ত ১৩ দিনের ছুটিতে থাকবে বিশ্ববিদ্যালয়।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বলেন, ১০ এপ্রিল সোমবার থেকে ৬ মে শনিবার পর্যন্ত একাডেমি কার্যক্রম বন্ধ থাকবে। অন্য দিকে ১৬ এপ্রিল রোববার থেকে ২ মে মঙ্গলবার পর্যন্ত প্রশাসনিক ছুটি। তবে ৩ মে বিশ্ববিদ্যালয় খুললেও ৪-৬ মে পর্যন্ত বুদ্ধপূর্ণিমা ও শুক্র-শনিবার থাকায় ৭ মে থেকে নিয়মিত একাডেমি ও প্রশাসনিক কার্যক্রম চালু হবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কতদিন পর্যন্ত খোলা থাকবে সে বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো: মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, আমরা সব হলের প্রভোস্টরা বসে একটি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। তবে সেটা চূড়ান্ত হবে আগামীকাল ভিসি স্যারের সাথে দেখা করার পর। ১৩ এপ্রিল পর্যন্ত কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় এখন হল বন্ধের বিষয়ে কোনো নোটিশ দেওয়া যাচ্ছে না। তবে আমরা দু-এক দিনের মধ্যেই নোটিশ দিয়ে দিবো।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page