ব্রাহ্মণপাড়া মাধবপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী মাধবপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে স্কুল ম্যানেজিং কমিটির আয়োজনে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির তিনবারের সভাপতি, উপজেলা আওয়ীমীলীগের সদস্য ও সাবেক আইনমন্ত্রী মরহুম আব্দুল মতিন খসরু’র পিএ মিয়া মোঃ জাহাঙ্গীর।

স্কুলের সিনিয়র শিক্ষক মনির হোসেন আখন্দ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সুলতান আহম্মেদ ও সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আবু জাহের।

উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম সরকার, মুক্তিযোদ্ধা নোয়াব মিয়া সর্দার, দাতা সদস্য মাসুদ সরকার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে আবুল হোসেন, ইউনুছ মেম্বার, সাবেক মেম্বার আব্দুল মালেক, তারেক মাহমুদ, সোহেল রানা, ডাঃ জয়দল হোসেন, রুনা আক্তার, ইমরুল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page