ফয়সাল মিয়া, কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি রিসোর্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিলেট বিভাগ থেকে ভর্তি হওয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং নবীন বরণ শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়৷
অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহসিন জামিল নবীনদের উদ্দেশ্যে বলেন, সিলেট অঞ্চল থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত সবাইকে অভিনন্দন। আশা করি তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবনে সফলতার সাক্ষর রাখবে। বিশ্ববিদ্যালয় জীবনে অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকবে। জালালাবাদ এসোসিয়েশন সবসময় সিলেট থেকে আগত শিক্ষার্থীদের পাশে ছিল, সবসময় থাকবে।
নবীনদের উদ্দেশ্যে সংগঠনটির উপদেষ্টা নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম বলেন, তোমাদের সবাইকে শুভেচ্ছা, সিলেটের সকল সিনিয়র -জুনিয়র একসাথে মিলেমিশে ক্যাম্পাসে চলবে। জালালাবাদ এসোসিয়েশন সবসময় শিক্ষার্থীদের জন্য এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে থাকে। তোমরাও এ সকাল কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরো দেখুন:You cannot copy content of this page