কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা; আহ্বায়ক সুমন, সদস্য সচিব ওয়াসিম

জহিরুল হক বাবু।।
বিলুপ্তির ১ মাস পর জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে ১ নং যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন আমিরুজ্জামান আমীর।

এছাড়া সদস্য পদে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন।

নতুন কমিটির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ২০০৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের প্রার্থী হিসাবে কুমিল্লা-৭ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এ কে এম আবু তাহের মৃত্যুর পরে উপ-নির্বাচনের আহ্বান জানানো হয়েছিল, এতে সুমন বিজয়ী হয়। তিনি ২০০৮ সালের অক্টোবরে গুলশান এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারপারসনের কার্যালয় হিসাবে ব্যবহার করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কে একটি অফিস করে দিয়েছিলেন।

এর আগে ২০২২ সালের ৩০ হাজী আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি করে দলটি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page